কক্সবাজার মহেশখালী শিক্ষার্থীদের নতুন সংগঠন "সেভ দ্যা মহেশখালী আইল্যান্ড" এর আত্মপ্রকাশ । উক্ত সংগঠনের আয়োজনে "কেমন মহেশখালী চাই" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় পর্যটন নগরী কক্সবাজারের স্যান্ডি বিচ রেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালীর বিভিন্ন শিক্ষার্থী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
সভায় বক্তারা বলেন, মহেশখালীর উন্নয়ন, পর্যটন শিল্পের সম্ভাবনা ও পরিবেশ রক্ষা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আমরা একসাথে কাজ করে আরও সুন্দর ও উন্নত মহেশখালী গড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ হয়েছি ।