মঠবাড়িয়া থানাধীন সবুজ নগর এলাকায় সিনিয়ার জুনিয়ার কে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী ও তার বাবাকে পিটিয়ে জখম করেছে বকাটেরা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঠবাড়িয়া পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটে।
এতে জিসান (১৮) নামের এক যুবক ও তার বাবা জিয়াউল (৪৫) গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা আহতদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা যায় কিছুদিন আগে জিসানের বন্ধু জিহাদের সাথে সিনিয়র জুনিয়র কে কেন্দ্র করে ১০ শ্রেনীর মেহেদির সাথে ঝগড়া বিবাদ হয়। এ সময় মেহেদির বন্ধু জিসান ঘটনা স্থানে মীমাংসা করে দেয়ার চেষ্টা করলে উভয়দের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে স্থানীয়রা তাদের মীমাংসা করে দেয়।
আর এই ঘটনার জেরে বখাটে রনির নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরসভার সামনে বসে মেহেদী, সাব্বির, জাহিদুল সহ অজ্ঞাতো চার পাঁচ জন জিসানকে একা পেয়ে লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে।এক সময় খবর পেয়ে জিসানের বাবা জিয়াউল তার ছেলেকে উদ্ধার করতে গেলে তাকে পিটিয়ে গুরত্বর জখম করে।
বর্তমানে এ ঘটনায় গুরুতর আহতরা শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।