Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিএনপি নেতাদের উপর সন্ত্রাসী হামলা ও তুহিনে পদত্যাগ দাবীতে প্রতিবাদ সমাবেশ

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মার্চ ১৩, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তুহিনের বহিষ্কারের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ডে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোড়ল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলেন আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. আক্তারুল মোড়ল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।

বক্তারা সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের উপর নৃশংস হামলা করে গুরুতর আহত করে পঙ্গু করে দেয়ার ঘটনার বিচার দাবী, একের পর হামলা বন্ধ এবং আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের হামলার কারণে হাফিজুর রহমান তুহিনের পদত্যাগের দাবী জানান। সমাবেশ প্রায় সাড়ে তিন সহাস্রাধীক নারী-পুরুষসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।