Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জ্যোতিষীর চোখে ১২ রাশির জাতক জাতিকা

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

এ সপ্তাহে মহাকাশের গ্রহ সমূহের মধ্যে বুধের কন্যা রাশিতে অবস্থান ও ২২ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ। রবির কন্যা রাশিতে প্রবেশ। শুক্রর নিজ রাশি তুলায় অবস্থান। মঙ্গলের কন্যা রাশিতে অবস্থান। রাহুর বৃষ রাশিতে ও কেতুর বৃশ্চিক রাশিতে তুঙ্গী অবস্থান। শনির মকর রাশিতে বক্রী, বৃহস্পতির বক্রী হয়ে মকরে অবস্থান। ইউরেনাসের মেষ রাশিতে বক্রী অবস্থান। চন্দ্রর মকর,কুম্ভ, মীন ও মেষ রাশিতে গোচর ১২ রাশির জাতক জাতিকার জীবনে শুভাশুভ ফল বয়ে আনবে।
আসুন জানার চেষ্টা করি বছরের ৩৮ তম সপ্তাহটি কি কি পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে আপনাদের জীবনে।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) : শুরুতেই সামাজিক ও সাঙ্গঠনিক কাজে ব্যাস্ত থাকার যোগ প্রবল। পিতার সাথে চলা ভুল বুঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে সফল হওয়ার আশা। মধ্যভাগে ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। বড় ভাই বোনের সাথে চলমান ভুল বুঝাবুঝি কমতে শুরু করবে। বকেয়া বিল বেতন আদায়ে পাবেন বন্ধুর সাহায্য। শেষার্ধে ব্যয় বৃদ্ধি পাবে। হটাৎ করেই দুরের যাত্রা যোগ প্রবল। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির আশা। শেষ দিনে আপনার কাজে অপ্রত্যাশিত সাফল্য লাভের আশা। সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক সকল জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। অপ্রত্যাশিত কোনো ঘটনা আপনার জীবনের গতিপথ দেবে বদলে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): ধর্মীয় বা আধ্যাত্মীক কোনো কাজের সাথে সপ্তাহর শুরুতেই জড়িয়ে যাবেন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দেবে বাধা। বিদেশে জীবীকার জন্য যাওয়ার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেবে।শিক্ষক ও গবেষকদের বৃত্তি লাভের সুযোগ আসবে। আয়ের চেষ্টায় হবেন সফল। মধ্যভাগে কর্মস্থলে পরিবর্তনের সুযোগ আসবে। নতুন কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক জটিলতা ধীরে ধীরে কাটিয়ে উঠতে সফল হবেন। শেষার্ধে আপনার বকেয়া টাকা আদায়ের চেষ্টায় অগ্রগতি হবে। সরকারী বিল পেতে পারেন। শেষ দিনে দূরের যাত্রায় সফল হবেন। আর্থিক দিক হবে ব্যয় বহুল। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবেন।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): পাওনাদারের তাগাদা সপ্তাহর শুরুতেও অব্যাহত থাকবে। বহু দিনের কোনো পুরোন পাওনাদারের সাথে দেখা দেবে তর্ক বিতর্ক। সাংসারিক প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ধার করার প্রয়োজন হতে পারে। মধ্যভাগে আপনার ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের চেষ্টায় সফল হওয়ার আশা। রহস্যজনক কোনো ঘটনা ঘটবে আপনার সাথে যা আপনার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। শেষার্ধে কর্মক্ষেত্রে কিছু জটিলতা মোকাবেলা করতে হবে। পদস্ত কর্মকর্তার সাথে এড়িয়ে চলুন ভুল বুঝাবুঝি। সাফল্য পেতে গেলে তৈলবাজীর প্রয়োজন রয়েছে। শেষ দিনে আপনার ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই) : সপ্তাহর শুরুতেই দাম্পত্য ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। জীবন সাথীর অসুস্থতার পেছনে অর্থ ব্যয় যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে বাধা কাটাতে সফল হবেন। অবিবাহিতদের আটকে থাকা বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মধ্যভাগে পাওনাদারের চাপ বৃদ্ধির আশঙ্কা। ব্যাংকের টাকা পরিশোধের চিঠি পেতে পারেন। রাস্তাঘাটে আইনগত জটিলতায় ভোগান্তি। কিছু টাকা জরিমানা গুণতে হবে। রহস্যজনক ভাবে আয় রোজগার বৃদ্ধি পাবে। শেষার্ধে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষা বা বিদেশ গমন দুটি ক্ষেত্রেই সফল হতে পারবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। ভাগ্য পরিবর্তনের সুযোগ আসবে। শেষ দিনে পিতার সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার দ্বারা হতে পারেন শোষিত।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগষ্ট) : সপ্তাহর শুরুতেই কাজ কর্ম নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন। তবে কোনো কর্মচারী বা সহকর্মীর সাহায্য পাওয়ার আশা। বড় কোনো জটিলতার সমাধান হতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি। মধ্যভাগে আপনার ব্যবসায়ীক ক্ষেত্রে রহস্যজনক কোনো ভালো ঘটনা ঘটবে। জীবন সাথীর শারীরিক অবস্থার হবে উন্নতি। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সুযোগকে কাজে লাগাতে হবে। শেষার্ধে অপ্রত্যাশিত অর্থ লাভের আশা। পুরোন কিছু দেনা পাওনা পরিশোধের সুযোগ পাবেন। চিকিৎসা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। মঙ্গলের শুভ দৃষ্টির প্রভাবে ভূ-স্থাবর সম্পত্তি সংক্রান্ত ভালো সংবাদ লাভের যোগ। শেষ দিনে ভাগ্য উন্নতির আশা। বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। ভাগ্য সহায় হওয়াতে কাজে দ্রুত সাফল্যের আশা।
কন্যা রাশি (২২ আগষ্ট থেকে ২২ সেপ্টের) : শুধু আপনার আবেগ দিয়েই ভালোবাসাকে ধরে রাখতে পারবেন না। দেখা দেবে নানা রকম রহস্যময় ঘটনা। শিক্ষা ক্ষেত্রে চলতে থাকা বাধা কেটে যাবে। নিঃসন্তানদের সন্তান লাভের সুযোগ আসবে। মধ্যভাগে কর্মস্থলে সহকর্মীদের সাথে রহস্যজনক কোনো ঘটনা ঘটবে। আপনাকে সতর্ক থাকতে হবে। তা না হলে হটাৎ করেই আর্থিক জটিলতায় পড়তে পারেন। নিজের কাজের গোপনীয়তা রক্ষা করতে হবে। শেষার্ধে আপনার দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি ফিরে আসবে। ব্যবসায়ীক কাজে সফল হওয়ার আশা। অংশিদারী ব্যবসা বাণিজ্যের চুক্তি করতে পারেন। শেষ দিনে আপনার ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে পুলিশী হয়রানি দেখা দেবে। আইনগত জটিলতা থেকে সতর্ক থাকুন। কাউকে টাকা ধার দিলে ফিরে পাওয়ার আশা বাদ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) : সপ্তাহর শুরুতেই পারিবারিক জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি হবে। প্রত্যাশাতি কাজে সফল হতে পারবেন। গৃহ আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। সপ্তাহর মধ্যভাগে আপনার প্রেম ভালোবাসা ও সৃজনশীল কাজে অগ্রগতি হবে। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারেন। শিল্পী কলাকুশলীদের নতুন কাজের সুযোগ আসবে। শেষার্ধে কর্মস্থলে কিছু জটিলতা দেখা দেবে। আয় রোজগারের ক্ষেত্রে কর্মচারীদের বিশ^স্ততা আপনাকে বাঁচিয়ে দেবে। সহকর্মীদের সাহায্য পাবেন। শরীর স্বাস্থ্যর প্রতি নজর দিতে হবে। সপ্তাহর শেষ দিনে ব্যবসায়ীক ভাবে লাভের দিন।
বৃশ্চিক রাশি (২২অক্টোবর থেকে ২১নভেম্বর) : শুরুতেই বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আদায় হবে বকেয়া কিছু টাকা। তথ্য ও প্রযুক্তির কোনো কর্মশালা আপনাকে উজ্জিবিত করতে পারে। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় আশানুরুপ লাভের যোগ। মধ্যভাগে পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অহেতুক অবিভাবকের সাথে বিরোধে না জড়ানোই ভালো। সপ্তাহর শেষার্ধে প্রেম ভালোবাসায় অগ্রগতি। পছন্দের মানুষের সাথে গড়তে পারেন সুখের সংসার। সৃজনশীল প্রতিভার বিকাশ করার উপযুক্ত সময়। শিল্পীদের সুনাম সম্মান বৃদ্ধি পাবে। সপ্তাহর শেষ দিনে কর্মস্থলে অপ্রত্যাশিত ঝামেলা দেখা দেবে। সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে। নিজের রাগ ও জেদ হজম করতে শিখুন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর) : গৃহে আগমন হতে পারে আত্মীয় কুটম্বর। আয় রোজগারের চেষ্টায় সফল হবেন। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায়ীরা আশানুরুপ লাভের সুযোগে পাবেন। সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার আশা। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগ থেকে লাভ হবে। আর্থিক উন্নতির ক্ষেত্রে বৈদেশিক উৎস হবে বলবান। ই-কমার্সের ব্যবসায়ীরা সফল হতে পারবেন। অনলাইনে বস্ত্র ক্রয় বিক্রয় বৃদ্ধি পাবে। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জীবনে আসবে পদোন্নতি। শেষার্ধে প্রত্যাশা পূরণের সময়। পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা। আয় রোজগারের চেষ্টা হবে সফল। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। মায়ের স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ প্রবল। শেষ দিনে সৃজনশীল কাজে সাফল্য। প্রেম ও ভালোবাসায় পাবেন অনাবিল আনন্দ। নতুন সন্তান লাভের সু সংবাদ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) : শুরুতেই হারানো সকল সম্মান পূণরুদ্ধারের আশা। রাজনৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়া যাবে। চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তির আশা। মধ্যভাগে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। রহস্যজনক উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ। খুচরা পাইকারী ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন। শেষার্ধে ছোট ভাই বোনের জন্য কিছু করতে পারার আনন্দ। যোগাযোগে হবেন সফল। মিডিয়ার কাজে সফল হতে পারবেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাওয়া যাবে। শেষ দিনে গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় করতে পারেন। মায়ের দোয়া ও আশীর্বাদ লাভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারী) : শুরুতেই আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা নতুন পরিবহন ক্রয় করতে পারেন। প্রবাসী আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবেন। মধ্যভাগে জীবনে ঘটবে কোনো রহস্যময় ঘটনা। পাবেন আর্থিক উন্নতির সুযোগ। অনৈতিক সম্পর্ক কিন্তু আপনাকে মানসিক ভাবে ভোগাতে পারে। আয় রোজগারের জন্য সপ্তাহর শেষার্ধ শুভ। বহু দিনের আটকে থাকা বিল আদায় হবে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি। খাদ্য পানিয় ক্রয় করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সফল হওয়ার আশা। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সপ্তাহর শেষ দিনে ছোট ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় অগ্রগতি হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ) : শুরুতেই বড় ভাই বোনের বিবাহশাদী বিষয়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে পাওয়া যাবে বন্ধুর সাহায্য। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বহু দিনের বকেয়া টাকা আদায়ের চেষ্টা সফল হবে। মধ্যভাগে আপনার সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। রহস্যজনক কোনো কাজের পেছনে অর্থ ব্যয় করতে পারেন। আইনগত জটিলতা ধীরে ধীরে কমে আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন। শেষার্ধে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন। বৃদ্ধি পাবে দায়িত্ব ও সম্মান। শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। শেষ দিনে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। রেস্তোরা ব্যবসায় কাঙ্খীত লাভের আশা।

মোবাইলঃ ০১৭১৬-৬০৮০৮২