রাজশাহী জেলা প্রতিনিধি:-
সুন্নাহর আলোয়, উম্মাহর সেবার স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে অসহায়দের কে সিয়াম পালনে সেবারবাড়ী অর্গানাইজেশনের উদ্যোগে সাহারী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার বাসুদদেবপুর ইউনিয়ন,১২ মার্চ বুধবার গোদাগাড়ী ইউনিয়ন,১৩ মার্চ বৃহস্পতিবার মাটিকাটা ইউনিয়ন সেবারবাড়ী অর্গানাইজেশনের আয়োজনে অসহায়দের মাঝে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কাজে উপস্থিত ছিলেন সেবারবাড়ী অর্গানাইজেশনের সদস্যবৃন্দরা।
ইফতার সামগ্রীতে ২ কেজি করে আলু,ছোলা ও ডাল ৫০০ গ্রাম করে খেজুর, মুড়ি, পেয়াজসহ মোট ৫ কেজির প্যাকেজ বিভিন্ন গরিব অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১০০ জন গরীব অসহায় মানুষকে তারা এই সামগ্রী তুলে দেই সেবারবাড়ী অর্গানাইজেশনের সদস্যবৃন্দরা।