Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আদলতে নেওয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

অভিযুক্ত প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে আজ দুপুর ২টায় আদালতে নেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত তাদের কোর্টের গারদখানায় রাখা হয়েছে।

এদিকে গুলশান থানা সূত্রে জানা গেছে, রাসেল-শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটের র‍্যাবের একটি টিম ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন গুলশান থানায় হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ হওয়া জিনিসপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রও র‍্যাব পুলিশের কাছে জমা দিয়েছে।

গুলশান থানার দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের র‍্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার নম্বর- ১৯।