মেহেরপুরে সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক ৩ ব্যাপি প্রশিক্ষণের সমাপনি এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৪ মার্চ-২০২৫ সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলায় কর্মরত ৭০ জন সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণের আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ,বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দীন,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সিনিয়ার সাংবাদিক মোস্তাফিজুর রহমান তুহিন অরণ্য।