চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৪ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৫:২৫ ঘটিকায়
দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ ইসলাম বাজার হইতে শান্তিপাড়া গামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জোবায়ের হোসেন ডন (৩০), পিতা-মৃত আঃ মালেক, মাতা-মৃত নাসরিন বেগম, স্ত্রী-মোছাঃ সীমা খাতুন, স্থায়ী গ্রাম-কেরুজ মিলপাড়া, বর্তমান গ্রাম-পরানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩০,৬০০/- টাকা ও মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি Apache RTR 150 CC মোটরসাইকেল, যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।