বিরলের পলাশবাড়ী ইউনিয়নের ইভিরামপুর রওজাতুস সুন্নাহ্ বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে প্রতি-বছরের ন্যায় ইসলামিক আলোচনা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ (শুক্রবার) বিকেলে ইভিরামপুর রওজাতুস সুন্নাহ্ বালক বালিকা কওমী মাদ্রাসা সংলগ্ন মাঠে ইসলামি আলোচনা শুরু হয়, আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়ে দোয়া শেষে (নারী-পুরুষ) মিলে প্রায় ৫০০ রোজাদারদের ইফতার করানো হয়। অত্র মাদ্রাসার মুহতামীম হাফেজ, মাওলানা মো: আকরাম হুসাইন সংক্ষিপ্ত আলোচনায় বলেন বর্তমানে সমাজে আদর্শ ও নীতিমান মানুষের খুবই অভাব এর এই অভাব পূরণে আমাদের সন্তানের দীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই আমাদের সন্তানদের দীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে। আপনাদের সকলের দোয়া,সহযোগিতা,উপদেশ,পরামর্শের মাধ্যমে তৈরী হয়েছে এই ইভিরামপুর রওজাতুস সুন্নাহ্ বালক বালিকা কওমি মাদ্রাসা, এছাড়াও কিছুদিন আগে মাদরাসার পার্শেই একটি মসজিদ ও নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ্। তিনি আরও বলেন এই প্রতিষ্ঠান সকলের আর আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার দায়িত্ব আমার। আপনারা আপনাদের সন্তানদের আপনার এই প্রতিষ্ঠানে দিবেন আমি ইনশাআল্লাহ্ আপনার সন্তানকে দীনি শিক্ষায় শিক্ষিত করে একজন নীতিবান মানুষ হিসেবে তৈরীর দায়িত্ব আমার। পরে তিনি সকলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল'কে ইফতারের দাওয়াত দিয়ে শেষ করেন।
এর আগে দীর্ঘক্ষণ কুরআন ও হাদিস থেকে
ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনার পর দোয়া পরিচালনা করেন দিনাজপুর পাহাড়পুর (পাওয়ার হাউজ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা,মুফতি আসাদুল্লাহ্ আল গালিব ।।