টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে, পাগুর মোড় নামক স্থানে, মোঃ খাইরুল ইসলামের ছেলে, মোঃ রাজীব হোসেন, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে তার মাকে কুপিয়ে হত্যা করেছে এবং স্ত্রীকে কুপিয়ে গুরতর আহত হয়েছে বলে জানা গেছে।
হত্যার পর মায়ের লাশ পাশ্ববর্তী আনারস বাগানে নিয়ে পুতে রাখার সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়েছে খাইরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে স্হানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে মাকে হত্যাকরে পলাতক ওই ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।