Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে ইয়াবাসহ আটক-০১

Link Copied!

গাইবান্ধায় সদরের বল্লমঝার ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টার সময় গোপন সংবাদের ভিক্তিতে ভাইস চেয়ারম্যানের বাড়িটি ঘিরে রাখে প্রশাসন। পরে ২ ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান (৪৫)-কে আটক করা হয়। সে মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকার স্বামী ও দক্ষিণ ধানঘড়া এলাকার আমান মিয়ার ছেলে।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর রহমান (৪৫) ও তার ছেলে আরিফ (২৮) মাদকব্যবসা করতেছিল। যৌথবাহিনী ও মাদকদ্রব্যের অভিযান টের পেয়ে পালিয়ে যায় আরিফ। তবে প্রশাসন আটক করে তার বাবা আব্দুর রহমানকে।

মাদকদ্রব্যে অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মামুন মিয়া বলেন, আমরা তথ্য পেয়ে অভিযান পরিচালনা করি। পরে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে আটক করি। কিন্তু তার বাবা আব্দুর রহমান অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।