Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের মশাল মিছিল।

Link Copied!

শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মিছিলটি আজ শুক্রবার সন্ধ্যা ৭:০০ মিনিটে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ট্রাফিক মোড় হয়ে পুরাতন বাজার দিয়ে প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, সাগর আহমেদ, রুবান হাসান রিয়াদ, মোজাহিদ হোসেন, মেজবাহুল হক, সৌরভ সহ অন্যরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী, তরুণী, গৃহবধু, শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। শিশু আছিয়া এখন কবরে কিন্তু ধর্ষকের ফাঁসি নিশ্চিত হয়নি। এই বর্বরতা মেনে নেয়া হবে না।
তারা অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তবে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। ছাত্ররা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহতর কর্মসুচি ঘোষণা দিতে বাধ্য হবে।