লেখক: মোঃ হাসিবুল হাসান//
একটা সময় এমন ছিলো, আড্ডা আর বাজে ভাবে সময় যেতো। করিতে চাইতাম কিছু কিন্তু লোকে বলে,আরে মশাই কত গো তোমার বয়স শুনি! হয়েছো কি বড়?করেছো কি শেষ পড়াশোনা?
পকেট থাকিলে যে ফাকা, সদা সর্বদা ঘুরে আমার মাথা।
আনতে হবে মানি,আমি কিছু নাহি জানি।
তখন শুনিলাম হায়,ওয়েবকোডারে নাকি কোর্স পাওয়া যায়?
কিনিয়া ফেললাম কোর্স,আসিয়ে গেলো হুস।লাগিয়া পড়লাম কাজে, ডলার আসে হাসে।কেমনে করে ওরে এতো ডলার আসে?
চুরি করিস বুঝি?আমি কহিলাম নাহ বাবুজি আমার আছে ক্লাইন্ট গো মশাই দেশ বিদেশে থাকে।একটা ডলার দিলে তারা শত টাকা ঢুকে।
আরেহ মশাই! বয়সে তোমার ছোট নইগো, মশকরা করো বুঝি?তোমার থেকে ছোট হলেও খাইনা গো আর শুচি, কোনটা ভালো কোনটা মন্দ সবই এখন বুঝি।
এতো ডলার আনতে গেলে শক্তি লাগে বুঝি?
নাহ বাবুজি শক্তি তোমার না থাকিলেও, লাগবে তোমার মেধা।
এই সেক্টরে কাজ করিতে লাগে না মামু,খালা।
শিখতে যদি চাও গো বাবু, কামাইতে তুমি ডলার।সর্ব প্রথম হতে হবে একজন হার্ড-ওয়ার্কার।খুজতে হবে ক্লাইন্ট গো বাবু করতে হবে কাজ।আজ তো আমি পেয়ে গেলাম সাকসেসফুল ফ্রিল্যান্সার এওয়ার্ড।