আতিকুর রহমান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
গত ১৫ মার্চ রোজ শনিবার নিজ এলাকা মেহেন্দিগঞ্জে আসেন গনমানুষের নেতা, মানবিক নেতা, বিএনপি নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল ও ঢাকা জজকোর্ট স্পেশাল ৪ এর পিপি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। সফরের মধ্যে উল্লেখযোগ্য ছিল নদীবেষ্টিত কালীগঞ্জে বাজারে মসজিদ পরিদর্শন মুসল্লিদের সাথে জহুরের নামাজ আদায়।এর পর তিনি তার সংক্ষিপ্ত আলোচনার মসজিদ উন্নয়ন কাজের জন্য মুসল্লিদের আস্বস্থ করেন ।এর পর দুপুরে স্থানীয় পূর্ব ষট্টি স্কুল মাঠে অসহায় দারিদ্র্য ১০০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য পন্য বিতরণ করেন। খাদ্য পন্য তালিকার মধ্যে ছিল চাল ১০কেজি,তেল ৫কেজি,মশুর ডাল ৩কেজি,লবন ২কেজি,চিনি ২কেজি, ছোলা ২কেজি, মুড়ি ২কেজি,আলু ৫ কেজি ও খেজুর ১কেজি।
খাদ্য পন্য বিতরণ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত তিন পরিবারের মাঝে এই সামগ্রী নিজ হাতে তুলে দেন মানবিক নেতা ও তাদের সাথে সরাসরি কথা বলেন। আহতদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন ও সারজিল।আহত কামাল তার সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই আন্দোলনে সেই ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরেন। চিকিৎসার নামে আহতদের সাথে হাসপাতাল ও ডাক্তারগণ চিকিৎসার নামে যে প্রহসন করছে এগুলো তুলে ধরেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ওয়াসিম মৃধা উক্ত খাদ্য পন্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব ফারুক খান, রফিক মুন্সি, ইউনুস জুবায়ের, হুমায়ূন কবির উরি, এনায়েত হোসেন সহ আরো অনেকে। এতো প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে দেন মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন জামাল হাওলাদার, জাফর তালুকদার, সুমন খান, খলিলুর রহমান সোহেল, আলিম বকশি,সহ স্থানীয় স্বেচ্ছাসেবী লোক জন।পরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেসক্লাবের নিজস্ব অফিসে ইফতার করেন মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন। সারাদিনের ব্যস্ততা শেষ করে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হোন এই মানবিক নেতা।