ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে সৈরাচার আ,লীগের সরকারের ৭নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খাঁন রাসেলের গুন্ডু বাহিনীর হাতে সাংবাদিক ইনছান এর উপর অতর্কিত হামলা, থানায় মামলা।
বাদীঃ মোঃ ইনসান আলী (৪০) পিতা-মোঃ তাইজাল মোল্লা, সাং-যাদবপুর, থানা-শৈলকুপা,জেলা ঝিনাইদহ, এনআইডি-৭৩৪৫৫৩০৭৫৭।
আসামী ১। মোঃ তারুক বিশ্বাস (৪৫) পিতা- মৃত গোলামনবী ২। হাসেম ডাক্তার (৬০) পিতা-মৃত জমির বিশ্বাস, ৩। মানিক বিশ্বাস (৩০) পিতা-মৃত আব্দুল লতিফ বিশ্বাস, সর্ব সাং-চর আড়য়াকান্দি, থানা-হরিণাকুন্তু, জেলা-ঝিনাইদহ সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
ঘটনাস্থল। হরিণাকুন্ডু থানাধীন চড়পাড়া বাজারে হান্নান শাহ (৪২), পিতা-অজ্ঞাত এর চায়ের দোকানের সামনে।
ঘটনার তারিখ ও সময়ঃ ইং-১৩/০৩/২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার সময়।
যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী খানায় উপস্থিত হয়ে উপরোক্ত আসামীগনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করতেছি যে, আসামীগনের সহিত আমার পূর্ব হতে কোন বিবাদ বা শত্রুতা নাই। উল্লেখিত তারিখ ও সময়ে আমি চড়পাড়া বাজারে হান্নান শাহ (৪২), পিতা-অজ্ঞাত এর চায়ের দোকানে চা খাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পূর্ব হতে ওতপেতে থাকা আসামীগন দলবদ্ধ ভাবে আমার গতিরোধ করে। আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি আসামীদেরকে বাধা দিতে গেলে আসামীগন কাঠের বাটাম, বাশের লাঠি হাতে আমার উপর অর্তকিত আক্রমন করে। ঐ সময় ২ নং বিবাদী হুকুম দিয়ে বলে মেরেফেল ওকে তখন ১ নং বিবাদীর হাতে থাকা বাশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে গেলে চায়ের দোকানের ঝাপে লেগে আমার মাথায় লেগে বাম কপালে ফোলা যখম হয় ৩নং বিবাদী আমার মাজায় লাথি মারে অন্যান এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীগন আমার শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মেরে সাধারন জখম করে। আসামীগন আমার পরিহিত পাজাবী ছিড়েফেলে ১১০০/-টাকা ক্ষতি সাধন করে। আমার ডাকচিৎকার শুনে বর্ণিত সাক্ষীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীগণ খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। আসামীদের মারপিটের ফলে আমি আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হরিনাকুন্ডু, ঝিনাইদহ হতে চিকিৎসা গ্রহন করে কিছুটা সুস্থ হয়ে বর্ণিত বিষয়ে পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে আমার কথিত মতে এজাহার করত, থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হইল।
সাংবাদিক সংগঠন গুলোর পক্ষ থেকে সাংবাদিক ইনসান আলীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং
হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।