দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর যুব তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হলো সংখ্যালঘু সেলের উদ্যোগে মথুরাপুর সংসদ বাপি হালদারের উপস্থিতে ইফতার মজলিস সভা অনুষ্ঠিত হল। মূলত এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধানসভা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, রায় দিঘির বিধায়ক ডাক্তার অলক জলদাতা, মথুরাপুর এক নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার, সমাজসেবী মোঃ সাদ্দাম লস্কর , দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর এবং অন্যান্য ব্যক্তিবর্গন। প্রতি বছরের ন্যায় এ বছর প্রায় কয়েকশত মুসলিম সম্প্রদায় মানুষকে নিয়ে ইফতার মুসলিস অনুষ্ঠিত হল। পাশাপাশি মথুরাপুর ,লালপুর কাঠানদিঘি, মন্দির বাজার, দেবীপুর অঞ্চল, রায়দিঘি, মগরাহাট পূর্ব এবং মগরাহাট পশ্চিম থেকে মুসলিম ভাইরা আসেন । সবাই জেলা পার্টি অফিসের হল ঘরের মধ্যে একই সঙ্গে ইফতার গ্ৰহন করেন ও নামাজ পড়েন। নামাজের পর ইফতার মজলিসে বিভিন্ন রকম ফলমূল খাওয়া দাওয়া করে পরস্পরের সাথে আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ব বজায় রাখলেন।
যাহাতে আগামী দিনে সমস্ত মুসলিম সম্প্রদায় মানুষ ভ্রাতৃত্ব বজায় রাখতে পারে সেই আশা ভসরা নিয়ে আজ কৃষ্ণচন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে ইফতার মজলিস করেন। তারপর মুসলিম ভাইদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন মথুরাপুরে সাংসদ বাপি হালদার মহাশয়। ইফতার করে যে যার বাড়ি ফিরে গেলেন।