Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার ওপর মেয়েদের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে তালিবান সরকার মাধ্যমিক শিক্ষার ওপর মেয়েদের নিষেধাজ্ঞা দিয়েছে। শনিবার স্কুলগুলো খুলে দেওয়ার পর ছেলে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারলেও মেয়েদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

তাতে বলা হয়, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। শুধুমাত্র পুরুষ শিক্ষক ও শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিবিসি বলছে, তালেবান সরকার যে নির্দেশনা দিয়েছে তাতে ছেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার নির্দেশনা থাকলেও মেয়ে শিক্ষক ও শিক্ষার্থীর বিষয়ে কিছু বলা হয়নি।

তালেবান সরকারের এমন পদক্ষেপে হতাশ হয়ে পড়েছেন মেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বহু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

একজন আফগান স্কুলছাত্রী বিবিসিকে বলছেন যে, তিনি হতাশ হয়ে পড়েছেন। সবকিছু অন্ধকারাচ্ছন্ন লাগছে তার।

১৯৯৬-২০০১ সালের তালেবান সরকারে নারী শিক্ষা নিষিদ্ধ ছিলো। তবে এবার তারা পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

বলা হয়েছিল, মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। কিন্তু উগ্র এই গোষ্ঠীটির একে পর এক পদক্ষেপ নারী শিক্ষার বিরুদ্ধাচারণ হিসেবে পরিলক্ষিত হচ্ছে।