Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সুজন আহমেদ নিজস্ব প্রতিবেদক :
মার্চ ১৭, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অদ্য ১৭ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০ টায় আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা।
এসময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন জনাব মুঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ আগত সেবা প্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।