Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নেতা ও সাংবাদিক আতিক বাবুর এক বছরের কারাদণ্ড

মো: শুভ ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।
মার্চ ১৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় অর্থ প্রতারণার মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।রোববার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক। এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। যেহেতু আসামি পলাতক রয়েছেন, তাই গ্রেফতারের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।

বাদী প্রদীপ কুমার মোদকের দাবি, তৎকালীন গাইবান্ধা সদরের সংসদ সদস্য মাহবুব আরা গিনি এমপির আত্মীয় হওয়ার সুবাদে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে আতিক বাবু চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে বাদী তার সঙ্গে যোগাযোগ করেন এবং চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা প্রদান করেন। তবে দীর্ঘ এক বছর অপেক্ষার পরও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে বাদীকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে তিনি আইনের আশ্রয় নেন।

এছাড়াও আদালত সূত্রে জানা গেছে, আতিক বাবুর বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তৎপর রয়েছে।