Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল এর দ্বিতীয় পর্ব রোববার শুরু

খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব রোববার শুরু হচ্ছে ।  ভারতের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএলের চতুর্দশ আসর স্থগিত হয় গত মে মাসে।  এ কারণে ভারতের টুর্নামেন্টটি হতে যাচ্ছে মরুর দেশে।

এর আগে ভারতেই শুরু হয়েছিল এই মরসুমের আইপিএল। করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল অলিম্পিক্স। কিন্তু পরপর অনেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। এই নিয়ে পরে বিস্তর আলোচনাও হচ্ছিল যে আদৌ পরবর্তীতে এই আইপিএল আয়োজন করা হবে কিনা এই মরসুমে।

গত বছর আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল আইপিএল। করোনা আবহেও গত আইপিএল দুবাইয়ে আয়োজন  হওয়ার পর প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এবারও তাহলে আমিরশাহিতেই আয়োজন করা হোক আইপিএল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণভাবে চেয়েছিলেন যাতে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করা যায়। এরপরই বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হবে।

প্রথম পর্বে মাঠে গড়ায় ২৯ ম্যাচ। আমিরাতে হবে বাকি ৩১ ম্যাচ। ১৫ অক্টোবর হবে আইপিএলের ফাইনাল। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর।

মরুর বুকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আট দলের এই আসরের প্রথম অংশ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

এরপরই আছে, চেন্নাই, ব্যাঙ্গালুরু ও মুম্বাই। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও গিয়েছেন আইপিএলে অংশ নিতে। সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।