ময়মনসিংহের ডিবি অফিসার ইনচার্জ ওসি আবুল হোসেনের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই সাকিনস্থ চুরখাই মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ দুলাল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ০২টি চোরাই সিএনসিসহ চোর চক্রের সদস্য ১। মোঃ জুনায়েত (২৫), পিতা-মোবারক হোসেন, মাতা-দেলোয়ারা খাতুন, সাং-চকরামপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ চোরাই সিএনজি চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০২টি চোরাই সিএনজি উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।