Crime News tv 24
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

Link Copied!

পাইকগাছা উপজেলা মডেল মসজিদের রিসোর্স সেন্টারে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বিলাল হুসাইন।

ইসলামিক ফাউন্ডেশন এমসি শেখ শওকত হোসেনের উপস্থাপনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন, মাওলানা আশরাফুজ্জামান, মুফতি মাওলানা বজলুর রহমান, মুফতি মাওলানা আহম্মদ আলী, মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, মোঃ রুস্তম আলী, মাওলানা মোঃ রাইসুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা রমজান হোসেন, মোঃ রজত আলী প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক গণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ আলোচকরা বলেন, ইসলামে যাকাত একটি ফরজ ইবাদত। দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনাস্বীকার্য। সমাজের বিত্তবানরা সঠিক হিসেবে ও স্বচ্ছভাবে যাকাত দেয়, তাহলে গরিব মানুষের ভাগ্য বদলে যাবে। সমাজে কোনো গরিব মানুষ থাকবে না। এজন্য যাকাত দেওয়ার জন্য বিত্তবানদের সচেতন করতে হবে ও বাড়াতে হবে প্রচার-প্রচারণা।