এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে দক্ষিণ সাহারা অঞ্চলের ৬১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করছিলেন। একই সময়ে, আরও ১৮ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সবাই দক্ষিণ সাহারা অঞ্চল থেকে এসেছেন।
প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে কিছু নারী ও শিশুদের হাতে লাইফ সাপোর্ট সরঞ্জাম থাকলেও, অনেকেই পানির তীব্র স্রোতে বিপর্যস্ত হয়ে পড়েন। কিছু শিশু ও নারীর দেহ নিথর অবস্থায় পাওয়া গেছে।
এ উদ্ধার অভিযান মূলত তিউনিসিয়ার কেন্দ্রীয় পূর্বাঞ্চলীয় শহর সাফাক্স উপকূলে পরিচালিত হয়। সেখানে একাধিক নৌকা ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্ট গার্ড উদ্ধারকাজ চালিয়ে এসব অভিবাসীদের উদ্ধার করে।