স্টাফ রিপোর্টারঃ-
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রয়োগ করে ড্যাপ নীতিমালা ২০২৩৩-২০৩৫ প্রয়োগ করে ডেভোলপার কোম্পানি এবং ভূমি মালিকদের সিস্টেমের নামে ভোগান্তি সৃষ্টি করার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডেভোলপার কোম্পানী গুলোর সংগঠন রিহ্যাব।
ড্যাপ ২০২২-২০৩৫ সংশোধন করে – রিহ্যাব প্রস্তাবিত আবাসন খাতের বিধিমালা ২০২৫ অনুমোদন এর দাবীতে- রিহ্যাব পরিচালক বৃন্দ, ভূমি মালিক, রিয়েল এস্টেট ব্যবসায়ী – এই সেক্টরে জড়িত প্রায় ২০০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন রিহ্যব পরিচালক : লায়ন পিডিজি – দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, রিহ্যব এর প্রেসিডেন্ট অহেদুজ্জামান, ভাই প্রেসিডেন্ট আব্দুল খালেক, পরিচালক – আইয়ুব আলি, ড: হারুন অর রশিদ, এ,এফ, ওবায়দুল্লাহ, সুরুজ সরদার, লাবিব বিল্লাহ, শেখ কামাল প্রমুখ। এছাড়াও মানববন্ধনটিতে ভূমি মালিক ও ডেভোলপার কোম্পানির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় রিহ্যাব এর বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমি মালিকদের এবং ডেভোলপার কোম্পানী গুলোর পরামর্শ ছাড়াই ড্যাপ ২০২২-২০৩৫ প্রস্তাবন করে পতিত আওয়ামী লীগ সরকার এক প্রকার জুলুম করেছে, যার প্রতিবাদে রিহ্যাব প্রস্তাবিত আবাসন খাতের বিধি মালা ২০২৫ অনুমোদনের দাবী তুলেন।
এবং বর্তমান উপদেষ্টা সরকারের কাছে মানববন্ধনের মাধ্যমে আবাসন খাতের বিধি মালা ২০২৫ বাস্তবায়ন চান।যদি এ দাবী অতি দ্রুত সময়ের ভিতর মেনে না নেওয়া হয় তা হলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দিন রিহ্যাব সংগঠনের নেতারা।