চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজারে ওই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে বড় বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে বিএইচবি এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির অপরাধে সৌখিন স্টোরকে ২ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স পায়েল কসমেটিক্সসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।