এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
হামাস মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে গাজার গণহত্যার জন্য সম্পূর্ণ দায়ী করেছে, কারণ দেশটি সামরিক ও রাজনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করছে। হামাসের এই বক্তব্য আসে তখনই, যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে যে, ইসরায়েল তাদের আগে থেকেই জানিয়েছিল যে তারা গাজায় বিমান হামলা চালাবে।
এক বিবৃতিতে হামাস বলেছে, "মার্কিন প্রশাসন নিজেই স্বীকার করেছে যে তারা আগেই এই হামলার বিষয়ে অবগত ছিল, যা প্রমাণ করে যে তারা সরাসরি এই গণহত্যায় অংশীদার।" দলটি আরও দাবি করেছে, "ওয়াশিংটন তার সীমাহীন রাজনৈতিক ও সামরিক সহায়তার মাধ্যমে ইসরায়েলকে উৎসাহিত করছে, ফলে গাজায় নারী ও শিশু হত্যার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের উপর বর্তায়।"
হাইলাইটস:
হামাসের দাবি, যুক্তরাষ্ট্র গাজার গণহত্যার জন্য সম্পূর্ণ দায়ী।
ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, ইসরায়েল আগেই তাদের হামলার বিষয়ে জানিয়েছিল।
হামাসের মতে, ওয়াশিংটনের সমর্থনেই ইসরায়েল নারীদের ও শিশুদের হত্যা করছে।