Crime News tv 24
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ জেল-জরিমানা-০৩ জনের

মো: শুভ ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।
মার্চ ১৯, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন,হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল(৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০)গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল(৪০)।
এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৩মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার।
এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার সময়ের কণ্ঠস্বরকে জানান,অভিযোগের ভিত্তিতে তাদের বাড়ীতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।