গাইবান্ধা প্রতিনিধি: ১৯ মার্চ গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানী ইউনিয়নে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ক্বারী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুন্নবী সরকার । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার প্রচার মিডিয়া ও অফিস সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্লাবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রাহুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ রেজওয়ান হোসেন৷