আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ১৯শে মার্চ দুপুর বারোটায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে পাবনার কাজিরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক,কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম।
এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল,
সুজানগর আমিনপুর সার্কেল রবিউল ইসলাম, সাথিয়া বেড়া সার্কেল আবুল কালাম আজাদ , নগরবাড়ী কাজিরহাট নৌ বন্দর কর্মকর্তা আব্দুল ওয়াকিল, কোষ গার্ডের অফিসার, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির অফিসাসসহ স্পিডবোট মালিক ও লঞ্চ পরিচালনাকারী একাধিক সদস্য সহ কাজিরহাট ঘাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মতবিনিময়ের এক পর্যায়ে ঘাট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চ ও স্পিড বোটে অতিরিক্ত যাত্রী বহন এবং লাইভ জ্যাকেট ছাড়া যাত্রী পারাপার করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।
এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ,নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালন সহ সজাগ থাকার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।১৯,০৩,২০২৫