Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় নাউতারা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ২০, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের দেয়া ঈদ উপহার হিসাবে অসহায়, দুঃস্থ অন্যান্য দুর্যোগাক্রান্ত ও অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ই মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. এয়াছিন আলী।
তদারকি কর্মকর্তা হিসাবে দ্বায়ীত্ব পালন করেন, উপ সহকাকী কৃষি কর্মকর্তা তৌহিদ হাসান।

এ সময় ইউপি সদস্য জিন্নুত আলী জিন্নাত, হাফিজুল ইসলাম বাবু, তহিদুল ইসলাম, শ্রী লাল মোহন রায়, মাজেদুল ইসলাম, মজনু, ইউপি সচিব, উদ্যোক্তা সহ সকল ইউপি সদস্যগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের ১নং ওয়ার্ডের আকাশকুড়ি গ্রামের সুবিধাভোগী মো. আইয়ুব আলী জানান, সরকারের দেওয়া ঈদ উপহার ১০ কেজি চাল পেয়ে আমি অনেক খুশি।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বলেন, সরকারের দেয়া ঈদুল-ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ ৫,১৬৭ টি পরিবারের মাঝে ৫১-টন ৬৭০ কেজি ভিজিএফ চাল জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়।