Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সাংবাদিকের মৎস্য ঘের দখলের চেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
মার্চ ২০, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আলামিন খান সুমনের মৎস্য ঘের দখলের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক আল আমিন খান সুমন বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকে সন্ত্রাসীরা সাংবাদিক সুমনকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সম্মানহানি করে নানা রকম অপপ্রচার চালাচ্ছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাধাবল্লব গ্রামের ১৭ বিঘার একটি মৎস্যগের দীর্ঘদিন ধরে তিনি লিজ নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাট আলিয়া মাদ্রাসা রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির শেখ, আরাফাত ও রাধাবল্লব গ্রামের আয়েজ শেখ দখলের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সোমবার দুপুরে জাকির আরাফাত ও আয়েজসহ তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে মাছের পোনা ছেড়ে দখলের চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক সুমন খান বাধা দিতে গেলে তাকে মারপিট করতে এগিয়ে আসেন সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ খবর পেয়ে স্থলে ছুটে আসে। এ সময় সন্ত্রাসীরা পুলিশের সামনেই প্রকাশ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে মৎসঘের দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা বাগেরহাট পাসপোর্ট অফিস সংলগ্ন সাংবাদিক আলআমিন খান সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
এদিকে, সাংবাদিক আলআমিন খান সুমনকে হত্যা চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সকল সাংবাদিকবৃন্দ।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, সাংবাদিক আল আমিন খান সুমনের মৎস্য ঘের দখল চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।