মেহেরপুরে বসত বাড়ির চলাচলের রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বায়তুল্লাহ নামের এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আনসার সদস্য মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে, সোমবার সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামে এই ঘটনা ঘটেছে, আহত বায়তুল্লাহ একই গ্রামের ইয়ার আলীর ছেলে, এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছা খাতুন, এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সাথে জমিজমার বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে,এরই জের ধরে গত সোমবার সকালে অভিযুক্তরা লোহার শাবল ও কাঠের বাটাম নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে বায়তুল্লাহকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে, এসময় বায়তুল্লাহ তাদের নিষেধ করলে মোস্তাফিজুরের হাতে থাকা শাবল দিয়ে বায়তুল্লাহর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এসময় মোস্তাফিজুরের ছেলে ইমরান কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে, বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছা ঠেকাতে আসলে তাকেও মারধর করে, তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বায়তুল্লাহর স্ত্রী জহিরন্নেছাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, বর্তমানে বায়তুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।