২০ মার্চ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপার ভাইজার সহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলার সকল মউশিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মাববন্ধন কর্মসূচী পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় একযোগে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ জোবায়েদুর রহমান, জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সোবহান, সদর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক সাধারন সম্পাদক আব্দুল বারী, সহ সভাপতি হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ রাশেদুল হক রাশেদ। বক্তারা বলেন, মসিজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম প্রকল্প মাহে রমজানের মধ্যে অনুমোদন করতে হবে। বেতন বৃদ্ধিসহ ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস প্রদান করতে হবে। প্রকল্প স্থায়ী করণ করতে হবে এবং আউট সোর্সিং এ দেওয়া যাবে না। শিক্ষক-শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক-শিক্ষকাগণ অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। তারা আরোও বলে, এই পাঁচ দফা দাবী ঈদের পূর্বে না মানলে সারা দেশের ৭৩ হাজার ৭৬৮ জন শিক্ষক-শিক্ষিকা ঢাকায় প্রদান উপদেষ্টার কার্যালয়ের সামনে মানববন্ধনসহ কেন্দ্রীয় ঘোষিত বৃহত্তর আন্দোলনের কর্মসূচী বাস্তবায়ন করা হবে।