বানরীপাড়া চাখার ইউনিয়নের শাখারিয়া গ্রামে কিস্তির টাকা পরিশোধ না করতে পারায় বিএনপি নেতা কর্তৃক বিধবা বোনকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার বিকেল চারটায় এ হামলার ঘটনা ঘটে।এতে আহতর নাম জেসমিন বেগম (৪০)।তিনি চাখার ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত কামরুজ্জামানের স্ত্রী।
পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বানাড়ীপাড়া হাসপাতালে ভর্তি করে।সেখানে আহত্বর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা যায়, আহত জেসমিন বেগম বেশ কিছু দিন আগে এস ডি এফ এনজিও থেকে ২০ হাজার টাকা লোন নেয়।এবং ধীরে ধীরে সেখানে ১২ হাজার টাকা পরিশোধ করে ও আট হাজার টাকা পাওনা রয়েছে ।সেই এনজিওতে আহত জেসমিন বেগমের বড় ভাই আবুল বাশার বাদশার স্ত্রী শাহানাজ পারভিন চাকরি করে।
এদিকে জেসমিন বেগমের স্বামী মারা যাওয়ার কারনে কিস্তির টাকা দিতে বিলম্ব হচ্ছে জেসমিনের।আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে চাখার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। ক্ষিপ্ত হয়ে জেসমিন বেগমের ঘরে প্রবেশ করে জুতা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় জুতার বাড়ির আঘাতে জেসমিন বেগমের বাম চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে।ঘটনার পরে আবুল বাশার বাদশা তার বোনকে চিকিৎসা নিতে বাধা দেয়।পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়।
বর্তমানে আহত জেসমিন শেবাচিমের সার্জারী ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের এর প্রস্তুতি চলছে।