নানান উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বহুল প্রচলিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১৯ মার্চ) বিকালে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুটিরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আব্দুর রশিদের সভাপতিত্বে ও বিভাগীয় সম্পাদক কফিল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ ফিরোজ , ভারপ্রাপ্ত সম্পাদক- সাপ্তাহিক সারাজাহান, জানে এ আলম- সম্পাদক ও প্রকাশক, দৈনিক কণ্ঠবাণী, অধ্যাপক রফিক আলম- বিশেষ প্রতিনিধি, দৈনিক গণমানুষের আওয়াজ, মো: এমরান হক চৌধুরী সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব:) সিভিল সার্জন অফিস, গাজীপুর, আবিদ হোসেন বুলবুল- গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময়।
সহযোগীতায় ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বাসন প্রতিনিধি, মো. রাকিব হোসেন, কাশিমপুর প্রতিনিধি, মো. কাজল, টঙ্গী প্রতিনিধি আলমগীর শিকদার।
আরও উপস্থিত ছিলেন, গোলাম রসুল ডিনার- গাজীপুর জেলা প্রতিনিধি দৈনিক আজকের বাংলা, সুব্রত চন্দ্র দাস- স্টাফ রিপোর্টার দৈনিক আজকালের কণ্ঠ, জাহিদ বকুল- সম্পাদক সময়ের দেশ, সাংবাদিক অনিক কুমার দাস, সাংবাদিক আসিফ রায়হান, সানি প্রমুখ।
অতিথিরা বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের জন্য পত্রিকার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীর জন্য পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন গাজী আবু বকর- পরিচালক জামিয়া ইসলামিয়া জাব্বারিয়া মাদ্রাসা। দোয়া শেষে উপস্থিত সকলকে ইফতার দেওয়া হয়।