পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পাইকগাছার চাঁদখালী ও লস্কর ইউনিয়নে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি করে আতপ চাউল বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় সকল ইউনিয়ন পরিষদ এ চাল বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো, হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সচিব মোঃ আব্বাস উদ্দিন সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে উক্ত চাউল বিতরণ শুরু হয় এবং চলবে ক’দিন ধরে।
চাঁদখালী ইউনিয়ন পরিষদ সচিব মো,আব্বাস আলী জানান, তালিকাভুক্ত ৩ হাজার ৫ শত ১১ পরিবারে পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
অপরদিকে লস্কর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকালে চাউল বিতরণ করা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, এসময়ে ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো,আতাউল্লাহসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি সচিব ফারুক হোসেন জানান,আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১ হাজার ৯শত ৫ পরিবারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।