সপ্তাহব্যাপি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হলো রোহিঙ্গাদের জীবনযাপন নিয়ে শিল্পকর্মের প্রদর্শনী। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে সেন্টার ফর পিস স্টাডিজ, এসআইপিজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এসআইপিজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বাংলাদেশ।
গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডাচ রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, আইওএম প্রধান, এনএসইউর উপাচার্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ।
রোহিঙ্গাদের যাপিত জীবন, তাদের অবর্ণনীয় দূর্ভোগ,অসহায়ত্ব ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে প্রদর্শনীর শিল্পকর্মে।
২৫ সেপ্টেম্বর শেষ হবে সাতদিনের এই প্রদর্শনী।