Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ নিখোঁজের ৫ দিন পর চাচা ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Link Copied!

সিরাজগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ব্রিজের নিচ থেকে চাচা ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ র্মাচ) বিকেলে উপজেলার বৈকুণ্ঠপুর ভেড়াদহ ব্রিজের নিচের খালের কচুরিপানার ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজার থেকে চাচা-ভাতিজা নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে সোমবার (১৭ মার্চ) নিখোঁজ ঘটনায় থানায় জিডি করে পরিবার। বৃহস্পতিবার বিকেলে ভেড়াদহ খালে দুটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।