এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
তুরস্কের ইস্তানবুলে এক বিক্ষোভে পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের বরাতে জানা গেছে, ইস্তানবুলের নগর ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে পুলিশ এই পদক্ষেপ নেয়।
এই বিক্ষোভের আয়োজন করে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (CHP), যার নেতা ও ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে সম্প্রতি তুর্কি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে হাজারো মানুষ নগর ভবনের সামনে সমবেত হয়।
তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।