পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়াজেদ আলী অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮.২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা এস .এম. ওয়াজেদ আলীর কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে ও শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন উপস্থিত থেকে সম্মান প্রদর্শন করেন।