নেত্রকোণায় অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান হয়।জেলা এনএসআই, নেত্রকোণা এর গোপন তথ্যের ভিত্তিতে গত ২০/০৩/২০২৫ তারিখ৪.০০/৪.৩০ ঘটিকায় পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় চাঁদ বেকারী নামক একটি বেকারিতে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজার জাত করণের অপরাধে জেলা প্রশাসন এর অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানটির নেতৃত্বে ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান এবং পুলিশের একটি টিম।
এই অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে চাঁদ বেকারীর কর্ণধার মোঃ আ: রব মিয়া (৪৮) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং কারখানাটিতে তৈরি কৃত ১২ বস্তা ( প্রায় ১২০ কেজি) সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করে দেয়া হয়। উল্লেখ্য, সেমাই তৈরির কোনো লাইসেন্স না নিয়েই এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিরমালিকআ: রব মিয়া আসন্ন ইদ উল ফিতর উপলক্ষে অবৈধভাবে বিভিন্ন লাচ্ছা সেমাই তৈরি ও রাজারজাত করতেছিল।