Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭১টি গোলাপ উপহার দিলেন শেখ হাসিনা

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের সুসম্পর্কের ফলস্বরূপ ভারতের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নরেন্দ্র মোদীর জন্মদিনে বাংলাদেশের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ৭১টি গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্রের খবর, শুক্রবার নয়া দিল্লিতে অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া পাঠায়, যেখানে ছিল ৭১টি গোলাপ। ৭১তম জন্মদিনে মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রথম ঢেউ সামলে ওঠার পর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিল ভারত। এদিকে ভারত যখন দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করছিল, তখন সাহায্য করার আশ্বাস দিয়েছিল হাসিনা প্রশাসনও। ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে মোদী শাসিত সময়ে।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শেখ হাসিনার গোলাপ দেওয়া কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে।