গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের মিরের বাজার মসজিদ রোড বিসমিল্লাহ গরুর মাংস বিতান শুভ উদ্বোধন এর আনুষ্ঠানিক সমস্ত আয়োজন করা হয় । শুক্রবার (২১ শে মার্চ ২০২৫) এক অনারম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিসমিল্লাহ গরুর মাংস বিতান এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় । উক্ত বিসমিল্লাহ বিতানের মালিক প্রোঃ মোঃ হোসেন মিয়া, লাইসেন্স নং-৩৪৪৫, বলেন এখানে উন্নত মানের দেশি-বিদেশি গরু, মহিষ ও খাসির মাংস পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় । তাছাড়াও যে কোন অনুষ্ঠানের গরু,মহিষ ও খাসির মাংস অর্ডার নেওয়া হয়। এটি মীরের বাজার মসজিদ রোড, পূবাইল,গাজীপুর সিটি অবস্থিত। পরিশেষে বিসমিল্লাহ মাংস বিতরণের মালিক প্রোঃ মোঃ হোসেন মিয়া সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন যাতে উনি সততার সাথে এ ব্যবসা চালিয়ে যেতে পারেন এবং মানসম্পন্ন মাংসের চাহিদা মেটাতে পারেন । মোবাঃ০১৯১২-২৪০৮২৩.