Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
মার্চ ২১, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ১(এক) চিহ্নিত অপরাধীকে গ্রেফতাদের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। কবির বয়াতীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় তার নামে ১৫টি মামলা রয়েছে।

এ মানববন্ধনে মো.জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মো.আলতায় সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে সে পলাতক রয়েছে । তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।