Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় কোর্ট নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ; সংঘর্ষের আশংকা

পাইকগাছা প্রতিনিধি:
মার্চ ২১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্বক পাকা বাড়ি ঘরের নির্মাণ কাজ চলমান রাখায় যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত বক্তাউজ্জামান সানার ছেলে মোঃ আশারফ সানাদের সহিত পারিবারিক কবরস্থানের জায়গা জমি নিয়ে একই এলাকার লিয়াকত গাজীর ছেলে ওমর আলী গাজীদের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা সহ বিবাদ চলে আসছে।

সর্বশেষ গত ইং-২৬/০২/২৫ তারিখ উল্লেখিত পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে আব্দুল আজিজ সানা পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ওমর আলী গংদের বিরুদ্ধে একটি মামলা করেন, মামলা নং-এম, আর ৬০/২৫। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জমিতে ১৪৪ ধারার জারী করেন। যা বর্তমানে বলবদ রয়েছে।

এদিকে ইং ২১/০৩/২০২৫ তারিখ শুক্রবার সকালে ওমর আলী গংরা উল্লেখিত জমিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর বাড়ি নির্মাণের কাজ করছিলো। এ ঘটনা জানতে পেরে আজিজ সানারা পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদালতের নির্দেশ মান্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে আসেন।

এবিষয়ে ওমর আলীর পরিবারের কাছে জানতে চাইলে তাহারা বলেন, আশরাফ সানাদের এখানে জমি নাই, তাহলে আবার কিসের ১৪৪ ধারা।

এছাড়াও আশারফ সানা উল্লেখিত ঘটনা পরবর্তী থানায় ওমর আলী সহ চার জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করেন, জিডি নং১১২১।

তাছাড়া আশারফ সানার পরিবার জানান, এ জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে দেওয়ানি মামলা চলমান রয়েছে, মামলা নং-৩০/২০২৪।