এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
সুদানের সামরিক সূত্রের বরাতে ফ্রান্স প্রেস (AFP) জানিয়েছে, শুক্রবার র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) খার্তুমে অবস্থিত প্রেসিডেনশিয়াল প্যালেসকে একটি "আত্মঘাতী ড্রোন" দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
এই হামলা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসিডেনশিয়াল প্যালেস পুনরুদ্ধারের ঘোষণার পরপরই চালানো হয়। সামরিক সূত্র জানিয়েছে, "মিলিশিয়ার অবশিষ্টাংশ (RSF) প্রেসিডেনশিয়াল প্যালেসে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে।"
সুদানে সেনাবাহিনী ও RSF-এর মধ্যে তীব্র সংঘাত চলতে থাকায় এ ধরনের হামলা দেশটির রাজনৈতিক ও সামরিক সংকটকে আরও ঘনীভূত করছে।