দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে আশার আলো ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বিকালে ইফতারের সময় পর্যন্ত পথযাত্রী ও মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশার আলো ব্লাড ব্যাংকের সভাপতি মো. মাহাফুজ আকন্দ, স্বেচ্ছাসেবী বলেন,
রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি এই স্লোগানকে বুকে লালন করে,
আমাদের সংগঠনের মুল কাজ করে যাচ্ছে। আমাদের কাজ হলো রক্তদান করা ও রক্ত ম্যানেজ করে দেওয়া। আমাদের উদ্দেশ্য একটাই হাসপাতালে আসা বা ভর্তি হওয়া কোন রোগী যেন রক্তের অভাবে মারা না যায়।
তিনি আরো বলেন আমরা রক্তদানের পাশাপাশি সামাজিক কাজ করার চেষ্টা করি। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, সদস্য মো:আল আমিন ইসলাম, সদস্য, মো: রিদয় হাসান রিয়াদ, সহ সভাপতি মো: সজীব মন্ডল সদস্য শ্রী অমিত চন্দ্র সরকার, সদস্য মো; সজিব আকন্দ , মো: মেহেদী হাসান দোলন,
মো: নূর ইসলাম নীরব, শ্রী আসিক সর্মা,শ্রী বাপ্পি চন্দ্র শীল, মো: মুন্না হোসাইন, মো: বেলাল ইসলাম, মো:আরমান ইসলাম রাতুল, মো:ফারিজুল ইসলাম ফাহিম, মো মিলন ইসলামসহ আরো অনেকে।
ফুলবাড়ী বটতলা মোড়ে থেকে পথযাত্রীদের মাঝে ইফতার বিতরণ শেষে মহেশপুর মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রক্ত দানের বিষয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।