ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের হাই স্কুল মাঠে বিএনপি'র গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধরমন্ডল ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বিএনপির মননোয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক এর সার্বিক সহযোগিতায় শুক্রবার(২১ মার্চ) বিকেলে ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দলীয় মননোয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন পবিত্র মাহে রমজানে দেশের কৃষক শ্রমিক জেলে তাঁতি সহ সকল শ্রমজীবী মানুষের সাথে ভাগাভাগি করে ইফতার গ্রহণের জন্য, সেই লক্ষ্যে আমাদের এ গন ইফতারের আয়োজন। বিএনপি'র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে আমাদের দলের নেতাকর্মীরা অনেক মামলা হামলা জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে তারা যেন আমাদের ঐক্য বিনষ্ট করার সূযোগ না পায়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম ভূঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার
কুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহাম্মেদ,যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম,ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুল কাদির, ধরমণ্ডল ইউনিয়ন যুবদলের সাধারণ,সম্পাদক আরিফুর রহমান আরিফ,কুণ্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের নেতা ইমরান মিয়া ও শাজাহান মিয়া, ছাত্রদল নেতা নাসির জামশেদ, পনি চৌধুরী,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠণের নেতা-কর্মী - সমর্থক সহ সহস্রাধিক লোকজন উপস্থিত থেকে দোয়া- মুনাজাত শেষে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।