এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
ঢাকা, ২১ মার্চ ২০২৫: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের অপরাধীদের বিচার, দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী ২২ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে সংগঠনের সকল নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দক্ষিণ) সালেহ উদ্দিন সোহাগ এক বিবৃতিতে জানান, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।