Crime News tv 24
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নির্দেশে কারণ দর্শানো ছাড়াই পার্বতীপুরে -০৪ টা জলাশয়ের ইজারা প্রদান!

admin
মার্চ ২২, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ-

দিনাজপুরের পার্বতীপুরের ৩টি মৌজায় ৪টি জলাশয় গত ১৮ই মার্চ(মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের উপস্থিতিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে।কর্তৃপক্ষ এসব জলাশয় অর্পিত হিসেবে ইজারা দিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)খালেদ বিন মনসুর ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

বর্ণিত জলাশয়ের মধ্যে পাঁচপুকুরিয়া মৌজার দুটি জলাশয়কে ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে অবমুক্তির জন্যে ট্রাইব্যুনালে মামলা করেছেন মালিক।তারা পার্বতীপুর সিনিয়র সহকারী জজ আদালতেও ৬৪/২০২৫ অন্য মামলা করেছেন।এই তথ্য দিয়েছেন বাদীর আম মোক্তার দেলোয়ার হোসেন।
এই টেন্ডার প্রক্রিয়ার সর্বোচ্চ ডাক কারিদেরকে ওই জলাশয়গুলি ইজারা প্রদান করা হয়।

পাঁচপুকুরিয়া মৌজার ৮১৫ দাগে ১.৭৩ একরের জলাশয়টির সর্বোচ্চ ডাক ওঠে ১ লক্ষ ৭১ হাজার ৯শত টাকা।ভ্যাট ও ট্যাক্স মিলে মোট মূল্য দাঁড়ায় ২ লক্ষ ১৪ হাজার ৮৭৫ টাকা।পাঁচপুকুরিয়া মৌজার ৭৬৯ দাগের ১.৭৫ একরের দ্বিতীয় জলাশয়টির সর্বোচ্চ ডাক ওঠে ৮৬ হাজার ৩শত টাকা।ভ্যাট ও ট্যাক্স মিলে মোট মূল্য দাঁড়ায় ১ লক্ষ ৭ হাজার ৮শত ৭৫ টাকা।কাশীপুর মৌজার ৩৪ দাগের ৩.০৪ একরের জলাশয়টির সর্বোচ্চ ডাক ওঠে ৭০ হাজার টাকা।ভ্যাট ও ট্যাক্স মিলে মোট মূল্য দাঁড়ায় ৮৭ হাজার ৫শত টাকা।দলদলিয়া মৌজার ৯৭ দাগের ১.৮২ একরের জলাশয়টির সর্বোচ্চ ডাক ওঠে ৫৮ হাজার ৪শত টাকা।এই জলাশয়টির ভ্যাট ও ট্যাক্স মিলে সর্বমোট মূল্য দাঁড়ায় ৭৩ হাজার টাকা।
এই জলাশয় গুলি প্রত্যেকটি ৩ বছরের জন্য ইজারা প্রদান করা হয়।

এদিকে বাদী পক্ষের অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের প্রার্থনা মোতাবেক এই মোকদ্দমা চলাকালে বিবাদীগন যাতে তফসিল বর্ণিত নালিশী সম্পত্তি নিলাম করতে না পারে বা ইজারা দিতে না পারে তৎমর্মে সহকারী কমিশনার (ভূমি)সহ বিবাদীগণের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না সেই মর্মে আদালতের ধার্য তারিখের মধ্যে বিবাদীগণকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। কর্তৃপক্ষ আদালতের নোটিশ পেয়েও নিলামে ইজারা প্রদান করেন মর্মে দেলোয়ার হোসেনর নিকট জানা যায়।

আদালতের আদেশকে অমান্য করে কারণ প্রদর্শনের পূর্বে উল্লেখিত পাঁচপুকুরিয়া মৌজার দাগ দুটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা আদালত অবমাননার শামিল বলে মামলার বাদী পক্ষরা মনে করেন।
দেলোয়ার হোসেন বলেন,প্রভাবশালী ব্যক্তির চাওয়া পূর্ণ করতে কর্তৃপক্ষ এমন বে-আইনি কাজ করেছেন।তবু বাদীপক্ষ এখনও আদালতে ন্যায় বিচার পেতে আশাবাদী।